Skip to content

লাইসেন্সবিহীন ট্র্যাকার, বাইকের নিরাপত্তার নামে ধোঁকা

বাইকের নিরাপত্তা নিয়ে কেন সচেতন হওয়া জরুরি?

বাইক প্রেমীদের জন্য বাইকের নিরাপত্তাই উদ্বেগের ব্যাপার হয়ে থাকে। চুরি হয়ে গেলেই শেষ! শখের বাইকটি যাতে চুরি না হয় সেজন্য নিরাপত্তার খাতিরে অনেকেই অনেক ধরণের সার্ভিস ব্যবহার করে থাকেন। এক সময় তালা চাবিতে ভরসা রাখলেও এখন এই উন্নত প্রযুক্তির যুগে সুরক্ষা নিশ্চিত করে থাকছে GPS ট্র্যাকার। মোবাইলের মাধ্যমেই বাইকের লাইভ ট্র্যাকিং, জিও-ফেন্সিং, বিভিন্ন ধরণের অ্যালার্ট-সহ আরও নানান সুবিধা দিয়ে থাকে ট্র্যাকিং কোম্পানিগুলো। বাজারে অনেক নন-লাইসেন্স, সস্তা দামে ডিভাইস পাওয়া গেলেও সেগুলো বাইকের নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

লাইসেন্স ছাড়া ট্র্যাকার মানেই বিপদ!

সম্প্রতি BTRC (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) Core Tracker Limited, Wonderland IT Solutions, Impressive Security Ltd., Track Innovative Technologies Ltd সহ আরও অনেকগুলো সার্ভার(server) বন্ধ করে দিয়েছে। সে অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে। তাই বাইকের নিরাপত্তা নিয়ে সেসব ডিভাইস ব্যবহারকারীরা ঝুঁকির মুখে পরেছেন ইতিমধ্যে।

কেন লাইসেন্সবিহীন কোম্পানির ট্র্যাকার ব্যবহার করবেন নাঃ

১) ট্র্যাকার যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে। আপনার বাইকের নিরাপত্তা বিঘ্নিত হবে। বাইকের ট্র্যাকিং সুবিধা থেকে বঞ্চিত হবেন।
২) নন-লাইসেন্সড কোম্পানির ট্র্যাকারগুলো নিম্নমানের উপাদানে তৈরি থাকে, যা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৩) এগুলো বাইকের ব্যাটারি এবং ইলেকট্রনিক সিস্টেমের ক্ষতির কারণ হয়। এসব নিম্নমানের ট্র্যাকার আপনার বাইকের মূল্যবান ব্যাটারি নষ্টের কারণ হতে পারে।
৪) এই ডিভাইসগুলো অধিকাংশ সময় ঠিকঠাক লোকেশন(location) দেখায় না, ফলে যেকোন জরুরি পরিস্থিতিতে কিংবা বাইক চুরি হলে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।
৫) এসব কোম্পানিগুলোতে গ্রাহক সেবা সহায়তা নেই বললেই চলে। কোন সমস্যা হলে ঠিকমতো সাপোর্ট পাওয়া যায় না।

কীভাবে বাইকের জন্য সঠিক ট্র্যাকার বেছে নেবেন?

১. অবশ্যই BTRC অনুমোদিত কিনা তা যাচাই করুন।
২. উন্নত ফিচার সুবিধা দেখে নিন এবং মানসম্মত ডিভাইস কিনুন।
৩. রিয়েল টাইম ট্র্যাকিং ঠিকঠাক হয় কিনা জেনে নিন।
৪. নিজস্ব গ্রাহকসেবা আছে কিনা তা নিশ্চিত করুন।

আপনার বাইকের নিরাপত্তা নিশ্চিত করুন BTRC অনুমোদিত কোম্পানির ট্র্যাকার দিয়ে। এতে যেমন বাইকের সুরক্ষা নিশ্চিত হবে তেমনি আপনি থাকবেন নিশ্চিন্তে। মানসম্মত ডিভাইসে আপনার বাইকেরও কোন ক্ষতি হবে না। নিরাপত্তা নিয়েও কোন ইস্যু থাকবে না।

গাড়ির নিরাপত্তায় ফাইন্ডার সম্পর্কে জানতে
গাড়ির নিরাপত্তায় ফাইন্ডার সম্পর্কে জানতে