Skip to content

মোটরসাইকেলের চুরি ঠেকাবে জিপিএস ট্র্যাকার!  

বাংলাদেশে মোটরসাইকেলের ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে। অফিস যাতায়াত, রাইড শেয়ারিং, ডেলিভারি সার্ভিস কিংবা ব্যক্তিগত প্রয়োজনে মোটরসাইকেল এখন শহর এবং গ্রামে সমানভাবে জনপ্রিয়। কিন্তু ব্যবহারকারী বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে মোটরসাইকেল চুরি। খবরের কাগজ কিংবা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায়, বাইক চুরির ঘটনা। কোথাও তালা ভেঙে চুরি, কোথাও অফিসের সামনে থেকে, কোথাও আবার রাস্তা থেকে। সহজে সরানো যায় এবং বাজারে ভালো চাহিদা থাকায় চোরচক্রের টার্গেটে সবসময়েই এগিয়ে থাকে মোটরসাইকেল।

চুরি যাওয়া বাইক ফিরে পাওয়া খুব একটা সহজ কাজ না। বরং অনেক সময় অসম্ভবই হয়ে পড়ে। তবে আধুনিক প্রযুক্তি GPS ট্র্যাকার হতে পারে আপনার মোটরসাইকেলের জন্য সেরা নিরাপত্তা ব্যবস্থা। চুরির ঘটনা থেকে বাঁচতে অনেক বাইকারই বেছে নিচ্ছেন জিপিএস ট্র্যাকার।    

কেন মোটরসাইকেল চুরি এত বেশি হচ্ছে? 

নিরাপদ পার্কিংয়ের অভাব – পর্যাপ্ত নিরাপদ পার্কিং স্পট নেই।

– সহজে সরানো যায় – গাড়ির তুলনায় মোটরবাইক ছোট ও হালকা। 

লকের সীমাবদ্ধতা – সাধারণ লক বা চেইন সহজেই ভেঙে ফেলা যায়।

কালোবাজারে বিক্রি – চুরি হওয়া বাইকের যন্ত্রাংশ দ্রুত বিক্রি হয়ে যায়।    

মোটরসাইকেল চুরি প্রতিরোধে GPS Tracker কীভাবে কাজ করে?

১. রিয়েল-টাইম লোকেশন ট্র্যাকিং 

GPS Tracker দিয়ে আপনি আপনার বাইকের লাইভ লোকেশন মোবাইল অ্যাপে দেখতে পারবেন। বাইক যেখানে থাকুক, এক ক্লিকেই অবস্থান জানা যাবে। ফলে বাইক সবসময় থাকবে আপনার নজরে।   

২. ইনস্ট্যান্ট অ্যালার্ট  

আপনার অজান্তে কেউ বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করলে কিংবা চালু করলেও ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। যার ফলে কোন কারণে চোরের হাতে পরলেও ব্যবস্থা নিতে পারবেন সাথে সাথে।

৩. জিও-ফেন্সিং সুবিধা 

GPS Tracker-এর একটা বিশেষ ফিচার হচ্ছে জিও-ফেন্স(Geofeance)। এটি দিয়ে আপনি যদি বাইক রেখে দূরে কোথাও যান তখন একটা নির্দিষ্ট এরিয়া সেট করে দিতে পারবেন। যা দিয়ে ঐ এরিয়ার বাইরে গেলেই আপনি অ্যালার্ট পাবেন। 

৪. ইঞ্জিন শাটডাউন ফিচার 

কোন কারণে চোরে আপনার বাইক চালিয়ে নিয়ে গেলেও আপনি চাইলে মুহূর্তেই ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন। এতে করে চোর বাইক নিয়ে পালাতে পারবে না। সহজেই ধরতে পারবেন।  

৫. পুলিশের সহায়তায় উদ্ধার সহজ 

কোন কারণে বাইক চুরি হয়ে গেলেও বাইকের লাইভ লোকেশন পুলিশকে দিলে উদ্ধার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বাইক ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে।

আপনার নিত্যদিনের সঙ্গী মোটরসাইকেলের চুরি রোধে শুধু সাধারণ লকের উপর ভরসা যথেষ্ট নয়। বরং GPS Tracker হতে পারে আপনার আধুনিক সল্যুশন। Finder GPS Tracker আপনার বাইকের জন্য দিতে পারে রিয়েল-টাইম ট্র্যাকিং, ইনস্ট্যান্ট অ্যালার্ট, জিও-ফেন্সিং এবং ইঞ্জিন শাটডাউনের মতো দারুণ সব সুবিধা। যা দিয়ে আপনার মোটরসাইকেল রাখতে পারবেন সর্বোচ্চ সুরক্ষাতে।      

 

গাড়ির নিরাপত্তায় ফাইন্ডার সম্পর্কে জানতে
গাড়ির নিরাপত্তায় ফাইন্ডার সম্পর্কে জানতে