ভূমিকম্প(earthquake) কখন, কোথায় ঘটবে, এটা কতটা শক্তিশালী হবে- এ সম্পর্কে আগে থেকে কিছু বলা যায় না। ভূমিকম্প শুরু হওয়ার মুহূর্তটিই সবচেয়ে বিপজ্জনক। গাড়িতে থাকা অবস্থায় কম মাত্রার ভূমিকম্প খুব একটা টের পাওয়া না গেলেও বেশি মাত্রার হলে সেটি কিন্তু ঝুঁকির।
বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি ক্রমেই বাড়ছে। এ অবস্থায় যে কেউ রাস্তায় গাড়ি চালানো অবস্থায় কিংবা গাড়িতে থাকতেই পারেন। সেক্ষেত্রে প্যানিক(panic) না হয়ে কিছু জরুরী ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে। গাড়িতে থাকা অবস্থায় ভূমিকম্প শুরু হলে আপনার করণীয় কি? সে ব্যাপারেই আলোচনা করব এই ব্লগে।
গাড়িতে থাকা অবস্থায় ভূমিকম্প অনুভব করলে প্রথম কাজ হলো শান্ত থাকা। গাড়ি দুলতে থাকা, শারিরিকভাবে অস্বস্তি বোধ, টেনশন এসবের মধ্যেও আপনাকে নিয়ন্ত্রিত সিদ্ধান্ত নিতে হবে।
১) গাড়ি ধীরে ধীরে সাইডে থামান
চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক করলে গাড়ি নিয়ন্ত্রণ হাড়াতে পারে। যতটা সম্ভব খোলা জায়গায় গাড়ি নিয়ে যান। রাস্তার সাইডেই গাড়ি থামান।
FEMA নির্দেশনায় বলা হয়েছে—ভূমিকম্পে বড় কাঠামো ভেঙে পড়তে পারে। তাই থামতে হবে এমন জায়গায় যা:
❌ বিল্ডিং নয়
❌ ফ্লাইওভার বা ব্রিজ নয়
❌ ইলেকট্রিক খুঁটির নিচে নয়
❌ বড় গাছের নিচে নয়
২) গাড়ির ভেতরেই থাকুন
American Red Cross এর ভাষ্য অনুযায়ী—গাড়ির অভ্যন্তর আপনার জন্য একটি প্রাকৃতিক সুরক্ষা কাঠামো তৈরি করে।
বাইরে নেমে গেলে:
-কিছু মাথায় পড়তে পারে
– বৈদ্যুতিক লাইন ছিঁড়ে গায়ে লাগতে পারে
তাই গাড়ির ভেতর সিটবেল্ট বাঁধা অবস্থায় থাকাই নিরাপদ। ভূকম্পন না থামা পর্যন্ত ভেতরেই থাকুন।
৩) হ্যাজার্ড লাইট অন রাখুন
গাড়ি সাইড করার সময়, হ্যাজার্ড লাইট(hazard light) অন রাখুন তাহলে পেছনের গাড়িগুলো বুঝবে আপনি ইমার্জেন্সি অবস্থায় সাইডে দাঁড়িয়ে আছেন।
৪) হ্যান্ডব্রেক টেনে দিন
ভূমিকম্পে গাড়ি দুললে রোল করে যেতে পারে। হ্যান্ডব্রেক(handbrake) গাড়িকে স্থির রাখবে। এক্ষেত্রে হ্যান্ডব্রেক টেনে দিতে পারেন।
৫) আফটারশক-এর জন্য প্রস্তুত থাকুন
বড় ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন আসতে পারে। সেটার জন্য মানসিক প্রস্তুতি রাখুন। প্রয়োজনে আবার পূর্বের নির্দেশকা অনুযায়ী নিরাপদ জায়গায় গাড়ি থামান।
ভূমিকম্প চলার সময় যা করবেন নাঃ
অনেকেই আতঙ্কের কারণে কিছু ভুল করেন—যা প্রাণহানির ঝুঁকি বাড়ায়।
❌ ১) গাড়ির গতি বাড়াবেন না
কেউ কেউ দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করেন। এটা বিপজ্জনক। আপনার গাড়ি নিয়ন্ত্রণ(control) হারাতে পারে। যা হিতে বিপরীত হবে।
❌ ২) ব্রিজের উপর বা টানেলে থামবেন না
ভূমিকম্পে ব্রিজের ক্ষতি হতে পারে—FEMA এটাকে “হাই রিস্ক জোন” বলেছে।
❌ ৩) গাড়ির বাইরে দৌড়াবেন না
ভূমিকম্পের সময় বাসা বাড়ির উপর থেকে যেকোনো বস্তু নিচে পড়তে পারে, যা ঝুঁকিপূর্ণ।
ভূমিকম্প যেহেতু কোন পূর্বাভাস ছাড়াই হয় তাই বোঝার কোন উপায় নেই কখন, কোথায় হবে। বিশেষ করে আপনি যদি গাড়িতে থাকেন, আপনার নিরাপত্তা নির্ভর করে শান্ত থাকা, সঠিকভাবে গাড়ি থামানো এবং নিরাপদ জায়গায় অবস্থান করা—এই তিনটি বিষয়ের উপর। এছাড়া যেকোন অবস্থায় ঘাবড়ে না গিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন, নিরাপদ থাকুন।