রেন্ট-এ-কার ব্যবসার মনিটরিং হবে ফাইন্ডারে
রেন্ট-এ-কার কিংবা রাইড শেয়ারিং ব্যবসায় আপনার একাধিক গাড়িকে মেইনটেইন করবে ফাইন্ডার
যত গাড়ি, তত চিন্তা ফাইন্ডার থাকলে নেই ঝামেলা
রেন্ট-এ-কার অথবা রাইড শেয়ারিং ব্যবসায় আপনার একাধিক গাড়ি বা বাইক থাকার কারণে সেগুলার সব আপডেট এবং মনিটরিং করা হয়ে উঠে না। কোন গাড়ি/বাইক কোন রুটে আছে, সারাদিন কতটা রাইড দিলো এইসব কিছুর লোকেশন হিস্টোরি থেকে টোটাল এরিয়াল ডিসট্যান্স সব কিছুর তথ্য অনেক সহজে পেয়ে যাবেন আপনি।