কোম্পানির খরচ কমাবে ফাইন্ডার !
কোম্পানির সকল গাড়ির পেছনে অহেতুক সময় ব্যয় ও খরচ কমাবে ফাইন্ডার
গাড়ির সংখ্যা যতই হোক, ফাইন্ডার করবে মনিটর
কোম্পানির একাধিক গাড়ি মেইনটেইন করা মুখের কথা নয়। কোন গাড়ি কখন কথা যাচ্ছে, কোথায় অবস্থান করছে এভাবে প্রতিটি গাড়ির মনিটরিং করা যেমন সময়সাপেক্ষ ঠিক তেমনই ব্যয়সাপেক্ষ। ফাইন্ডার এর সাহায্যে আপনি সব গাড়ির মনিটর করতে পারবেন একটি সিঙ্গেল ভিউতে।